Monday, April 04, 2011

Used Highest Space at Pen-drive

নানা কারণে আমরা পেনড্রাইভ ব্যবহার করি। সাধারণত পেনড্রাইভের সর্বোচ্চ জায়গা ব্যবহার করা হয় না। আপনি ইচ্ছা করলে আপনার পেনড্রাইভের সর্বোচ্চ জায়গা ব্যবহার করতে পারেন।
এ জন্য প্রথমেই আপনার পেনড্রাইভের সব ফাইল কম্পিউটারে কপি করে রেখে দিন। এরপর মাই কম্পিউটারে ডান ক্লিক করে Properties/ System Properties/ Hardware/ Device Manager অপশনে যান। Disk drivers অপশন থেকে আপনার পেনড্রাইভটি খুঁজে বের করুন। যদি আপনি পেনড্রাইভ শনাক্ত করতে না পারেন, তাহলে প্রতিটি ড্রাইভে ডান ক্লিক করে Properties দেখুন। যে ড্রাইভের Properties উইন্ডোতে device usage বক্সে Use this device (enable) লেখা দেখাবে, সেটিই আপনার পেনড্রাইভ। পেনড্রাইভ শনাক্ত করার পর ডান ক্লিক দিয়ে তার Properties-এ যান। এরপর Policies অপশনে যান, Optimize for performance অপশন নির্বাচন করুন। ফরম্যাট উইন্ডো এলে File system হিসেবে ntfs এবং Allocation unit size হিসেবে 512 bytes দিন এবং Enable compression বক্সে টিক চিহ্ন দিয়ে Start নির্বাচিত করুন। এর পর থেকে পেনড্রাইভে আগের তুলনায় বেশি ফাইল রাখতে পারবেন।

No comments:

Post a Comment